মিয়ানমারের বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা তিন শ ছাড়িয়েছে। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের মানবাধিকার সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মোট দুই হাজার ৯৮১ জনকে গ্রেপ্তার, অভিযোগ ও শাস্তির আদেশ দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পর এখন পর্যন্ত জান্তার হাতে ৩২০ জন হত্যার তথ্য নিশ্চিত করা হয়েছে’। বিবৃতিতে বলা হয়, ‘অবৈধ সামরিক সরকারের ২৭ মার্চ আর্মড ফোর্সেস ডের আগে বিক্ষোভে বন্ধের প্রচেষ্টায় বহু সৈনিক ও তথাকথিত পুলিশ নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে’।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।
সূত্র : আনাদোলু এজেন্সি