আজ থেকে বাস ভাড়া বাড়লো ৬০ শতাংশ

সারা দেশে আজ বুধবার থেকে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে আজ থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। রাজধানীর ভেতরে চলাচলকারী বাসগুলোয় পাশাপাশি বসে যাত্রীরা চলাচল করছেন। কোনো বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাসে ওঠার আগে যাত্রীদের জীবাণুনাশকও দেয়া হচ্ছে না। বাসের ভেতরে অনেক যাত্রীর মুখে নেই মাস্ক। অনেকে মুখের নিচে নামিয়ে রেখেছেন।

রাজধানীর মহাখালী, গাবতলীসহ অন্যান্য বাস টার্মিনালে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারে রয়েছে যাত্রীদের ভিড়। স্বাস্থ্যবিধি মেনে চলা বা সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষণ দেখা যায়নি।

তবে দূরপাল্লার বাসে এক আসন ফাঁকা রেখে যাত্রীদের বসানো হচ্ছে। দুই একটি কাউন্টারের সামনে জীবাণুনাশকও দেখা গেছে।

কিন্তু বাস ছাড়ার আগে পুরো বাস জীবাণুমুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেন যাত্রীরা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।

গতকাল দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়।