আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সকল সেনা সরিয়ে নিতে চান প্রেসিডেন্ট জো বাইডেন। সৈন্য সরিয়ে নিলেও আফগানিস্তানকে সব ধরনের সমর্থন দিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

কিন্তু আফগানিস্তানে আর সামরিক সহায়তা দিতে চান না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের একটি কক্ষ থেকে এক বিবৃতিতে জো বাইডেন জানান, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ের যুদ্ধের অবসানের সময় এসে গেছে।

এ বছরের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার দুই দশক পূর্তি হবে। টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করেই তালেবানদের উৎখাত করতে আফগানিস্তানে এত বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রের সকল সেনা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণাও দিয়েছে।

মার্কিন প্রশাসন ওই সময় ঘোষণা দেয়, তালেবানরা যদি প্রতিশ্রুতি বজায় রাখে, তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে সকল সেনা সরিয়ে নেবে।


সূত্র : নিউইয়র্ক টাইমস, এপি নিউজ