ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছে তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ দশমিক ২ ওভারে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারায় রাজস্থান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন দুই দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার ও ক্রিস মরিস। ৪৩ বলে ৬২ রান করে মিলার আউট হলেও ১৮ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরিস।

এর আগে জয়দেব উনাদকাট ও মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ তুলে দিল্লি। উনাদকাট ১৫ রানে তিনটি উইকেট লাভ করেন। এ ম্যাচে পুরনো ছন্দে দেখা যায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে।

৪ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। ব্যক্তিগত প্রথম ওভারে  ফিজের বলে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর নিজের শেষ ওভারে বোল্ড করেন ইংলিশ অলরাউন্ডার টম কারানকে।