মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের ফারুক নিয়ার কন্যা রুমা আক্তার এর সহিত উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গেরা রোক গ্রামের ফারুক মিয়া ওরফে( বোরন) মিয়ার পুত্র আতিকুর রহমান জাবেদ এর সহিত এক লক্ষ টাকা দেনমোহর সাব্যস্হ্যে রেজিস্ট্রি কাবিন মূলে ২৭/৫/২০১৫ ইংরেজী বিয়ে হয়।
বিয়ের পর রুমার দুটি সন্তান জীবমানে আছে। নাম , আনোয়ার হোসেন( পাঁচ বছর) নুসরাত জাহান রিতা( দুই বছর)। রুমা আক্তার এর স্বামী আতিকুর রহমান জাবেদ দুবাই যাওয়ার জন্য তার স্ত্রী রুমা আক্তার এর নিকট (২ লক্ষ) টাকা দাবি করে, স্ত্রী রুমাকে, যৌতুকের টাকার জন্য চাঁপ সৃষ্টি করিলে, রুমা অপারগতা প্রকাশ করিলে, তার স্বামী জাবেদ মিয়া এক পর্যায়ে তার স্ত্রী রুমাকে মারপিট করে দুটি সন্তানসহ বাড়িতে ফেলে চলে যায়। রুমা আক্তার সন্তান দুটি নিয়া অনাহারে-অর্ধাহারে থাকিয়া তার বাবাকে খবর দিয়ে আনে, রোমার বাবা উভয় পক্ষের মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট বিরোধ সমাধান করে দেন। জাবেদ মিয়া মুরুব্বীয়ানের সামনে মৌখিক শিকার করে যৌতুকের টাকার জন্য আর কোনদিন রুমাকে নির্যাতন করবো না, এ ঘটনার কিছুদিন যেতে না যেতেই ২৯/০৩/২০২১ ইংরেজি জাবেদ মিয়া তার স্ত্রী রুমা আক্তার কে পুনরায় (দু লক্ষ) টাকার জন্য চাপ সৃষ্টি করে, রুমা আক্তার অপারগতা প্রকাশ করলে, জাবেদ মিয়া রুমা আক্তার কে নিয়ে সংসার করবে না বলে জানায়, প্রয়োজনে দ্বিতীয় সংসার করে মোটা অংকের টাকা যৌতুক আদায় করিবে , এ, নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, জাবেদ মিয়া স্ত্রী সন্তানদের কে মারপিট করে ঘরের ভিতরে রেখে, দরজায় বাহিরে তালা মেরে বাড়ি থেকে চলে যায়। স্ত্রী রমা আক্তার তার সন্তানাদি সহ চিৎকার করিতে থাকিলে পাশের বাড়ির লোকজন এসে ঘরের তালা ভেঙ্গে ঘর হইতে ওদেরকে বাহির করেন, পরবর্তীতে রুমা আক্তার এর পিতা ফারুক মিয়া খবর পেয়ে মুরব্বিয়ান সহ মেয়ের বাড়িতে আসিয়া , গ্রামের সরদারসহ উভয়পক্ষের মুরব্বিয়ানের এর উপস্থিতিতে দুটি সন্তানসহ রুমাকে তার পিতার হাতে তুলে দেওয়া হয়। রোমার পিতা তার মেয়ে সহ নাতি, নাতিন কে সাথে করে নিয়ে যান। মেয়ের অবস্থা খারাপ দেখে মেয়েকে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করেন । পরবর্তীতে মোছাঃ রমা আক্তার বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কগ – ০২ আদালত হবিগঞ্জ যৌতুক নিরোধ আইন এর ৩ ধারায় মোকদ্দমা দায়ের করেন.। আশপাশের লোকজন জানান রুমা আক্তার এর দায়েরি মামলার ঘটনা সঠিক। রুমা আক্তার এর স্বামী আতিকুর রহমান জাবেদ নাকি প্রবাসী এক মহিলার সাথে সম্পর্ক করেছে।