পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
অশোধা ফার্নান্দোকে নিয়ে দিনের শুরুটা ভালোই করেছিলেন আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে। দেড়শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। অন্য প্রান্তে নিজের টেস্ট ক্যারিয়ারের ৪র্থ অর্ধশতক পূরণ করেন ফার্নান্দো।
এ সময় শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত হানেন পেসার তাসকিন। থিরিমান্নেকে দেড়শতক পূরণ করতে দেননি তিনি। ১৪০ রানে থিরিমান্নেকে থামিয়ে দেওয়ার কয়েক ওভার পর ৫ রানে থাকা অ্যাঞ্জেলা ম্যাথিউসকেও ফেরান তাসকিন।
তাসকিনের জোড়া শিকারের পর নিজের প্রথম শিকার করলেন স্পিনার তাইজুল।
এবার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়াকে মাত্র ২ রানে ফিরিয়েছেন তাইজুল। ১১১তম ওভারে তাইজুলের পঞ্চম বলটি পিচে পড়ে টার্ন নেয়। টার্ন ও এক্সট্রা বাউন্সে কুপোকাত হয়েছেন ধনঞ্জয়া। ফুটওয়ার্ক না করেই খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন, যা তালুবন্দি করতে বেশি বেগ পেতে হয়নি নাজমুল হোসেন শান্তর।
দিন যতই গড়াবে স্পিনাররা ভালো টার্ন পাবেন। সে কথা জানা অধিনায়ক মুমিনুলের। তাই এখন দুই স্পিন অস্ত্র মিরাজ ও তাইজুলকে দিয়ে দুই প্রান্ত থেকে বল করাচ্ছেন মুমিনুল।
আর নিজের ৪র্থ ওভারে গিয়েই উইকেট পেলেন তাইজুল।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে শ্রীলংকা। তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান।
১৭২ বল খেলে ৬৫ রানে অপরাজিত থেকে বিরতিতে গেছেন অশোধা ফার্নান্দো। ধনঞ্জয়ার আউটের পর ব্যাট হাতে নেমেছেন পাথুম নিশাঙ্কা। ১৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি নিশাঙ্কা।
গতকাল লংকানদের ব্যাটিং-ই বলে দিয়েছে তাদের লক্ষ্য ৬০০ রান।
প্রথম দিনেই দুই সেঞ্চুরি পেয়েছে দলটি। ভাগ্যিস অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম অধিনায়ক করুনারত্নের উইকেটটি তুলে নিতে পেরেছিলেন। নয়তো দিনশেষে একেবারে শূন্যহাতে ফিরতে হতো বাংলাদেশকে।
আজ দ্বিতীয় দিনে পেসার তাসকিনের জোড়া শিকার কিছুটা হলেও স্বস্তি এসেছে বাংলাদেশ শিবিরে।
আগের দিনের ১৩১ রানের পুঁজি নিয়ে নামা থিরিমান্নে ব্যক্তিগত দেড়শতকের দিকে এগোচ্ছিলেন। তাকে ১৪০-এ থামিয়ে দিলেন তাসকিন।
১০৪তম ওভারে তাসকিনের প্রথম বলটি ছিলে শর্ট লেন্থের। ডেলিভারিটি ছিল মিডল-লেগ স্ট্যাম্প বরাবর। কিন্তু আগেই অফস্ট্যাম্পের দিকে সরে গিয়েছিলেন থিরিমান্নে। ফলে অনসাইডে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটে-বলে হয়নি। তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।
সমাপ্তি ঘটে ২৯৮ বলে ১৫ বাউন্ডারিতে ১৪০ রানের ইনিংসের।
এর তিন ওভার পরেই থিরিমান্নের আউটের পরে নামা এঞ্জেলা ম্যাথিউসকে বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি তাসকিন।
এবারও তাসকিন-লিটন জুটিতে হেরেছে ব্যাটসম্যান। ১০৮তম ওভারের প্রথম ডেলিভারিটি লেন্থ বল ছিল তাসকিনের। অফস্ট্যাম্পের বাইরের বলটি চেক শট খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগে ম্যাথিউসের। তা ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের নাগালে। ক্ষিপ্রতার সঙ্গে ডানদিকে ঝাঁপিয়ে তা গ্লাভসবন্দি করেন লিটন।
১৫ বলে ৫ রান করে আউট হলেন ম্যাথিউস।