আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এঘটনায় আরো অন্তত ৯০ জন আহত হন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালার কাছে এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, গাড়ি বোমা বিস্ফোরণের পর অতিথিশালার পাশাপাশি আরো কয়েকটি ভবনের ছাদ ধসে পড়েছে। সে ক্ষেত্রে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। 

তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এঘটনায় আরো অন্তত ৯০ জন আহত হন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালার কাছে এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, গাড়ি বোমা বিস্ফোরণের পর অতিথিশালার পাশাপাশি আরো কয়েকটি ভবনের ছাদ ধসে পড়েছে। সে ক্ষেত্রে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। 

তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় একটি হাসপাতাল ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র : বিবিসি

সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় একটি হাসপাতাল ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


সূত্র : বিবিসি