নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সেনপাড়া এলাকার ৫০০ জন অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকার। কোভিড-১৯ মহামারী করোনা কালীন সময়ে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি। এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো পড়ে বিপাকে। এই মানুষগুলোর কথা চিন্তা করেই বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকারের এই উদ্যোগ।

বুধবার (৫ মে) সকালে বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার দাইয়ান সরকারে নিজ বাড়ি থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকার বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমার নিজস্ব অর্থায়নে এই প্রয়াস। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছি। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি, ইব্রাহীম সরকার, সেক্রেটারি সাওার, আওয়ামীলীগ নেতা, জয়নাল, উজ্জল সরকার, ফারুক সরকার, যুবলীগ নেতা, আলমগীর সরকার, হাজী নাজমুলসহ আরও অনেকে।