ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা থেকে ইসরাইলের দিকে হামাসের রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালায় দেশটি। খবর আল জাজিরা।
সোমবার (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় উত্তরাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ২০ মারা গেছেন।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানান, তাদের বিমান হামলায় অন্তত তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ নামের একজন মারা গেছেন। যিনি তাদের সশস্ত্র শাখার একজন কমান্ডার।
উভয়পক্ষকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, হামাসের উচিত দ্রুত রকেট হামলা বন্ধ করা।
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে এ সংঘাতের সৃষ্টি। শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গণে দফায় দফায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। এতে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।