দেশের চলমান পরিস্থিতি ভয়াবহ হওয়া অসহায় হয়ে পড়েছে রাজধানীর অসংখ্য তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্টি অসহায় এসব কর্মহীন হিজড়াদের ঈদ কে আনন্দঘন করতে,শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের ত্ত্ববধায়নে সালেহা ফাউন্ডেশনর উদ্যোগ ১০ মে ২০২১ইং সোমবার বিকাল ৪ টায় সোহরাওয়ার্দী উদ্যানে একশত (১০০) হিজড়ার মাঝে ঈদ উপহার সামগ্রী(শাড়ি-সেমাই-চিনি-দুধ-পোলার চাউল-ময়দা-তেল-পেয়াজ)বিতরন করা হয় ।এর আগে বাংলাদেশে হিজড়া উন্নয়ন ও পূর্ণবাসন গুরুত্বপূন্য ভুমিকা পালন করেছেন বাংলাদেশ পুলিশের গর্ব ডিআইজি হাবিবুর রহমান।এরপর আর কাউকে ঐ ভাবে দেখা যায়নি।জাতির এই ক্লান্তি কালে হিজড়া যখন অসহায় তাদের দুরসময়ে তাদের পাশে সাহায্য হাত বাডিয়ে দিতে এই প্রথম শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ কে দেখা গেছে ।উক্ত ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ঢাকা রেন্জের ডিআইজি,হাবিবুর রহমান,সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন,রমনা বিভাগের ডিসি,সাজ্জাদুর হোসেন,এডিসি,মোহাম্মদ হারুন,রমনা বিভাগ সহ ডিএমপির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ডিআইজি হাবিবুর রহমানের ভূমিকার কারণে বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর অনেকের সামাজিক অবস্থানে পরিবর্তন এসেছেন সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান বাড়াতে ও মূলধারায় উঠিয়ে আনতে তিনি কাজ করছেন।


এমন মহতি উদ্যোগের কথা শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এর কাছে জানতে চাইলে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন,সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সমানতালে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। হিজডা সমম্প্রদায় আমাদের মতই রক্ত-মাংসের মানুষ। তারা প্রকৃতপক্ষে মানুষের অধিকার থেকে বঞ্চিত। জীবনধারণের সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং আমাদের বিরাগভাজনের শিকার হচ্ছে। এজন্য সালেহা ফাউন্ডেশনের পাশাপাশি তাদের এই দুরসময়ে বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আশা জরুরী বলে আমি মনে করি।