চির নিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ। সেখানে সকাল ১০টায় প্রথম জানাজা শেষে কবির পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কবি হাবীবুল্লাহ সিরাজীর কফিনে বাংলা একাডেমির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান।আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এছাড়া বাংলাদেশ রাইর্টার্স ক্লাব, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এর পর বেলা পৌনে ১১টার দিকে হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।
আজিমপুর কবরস্থানে কবির জানাজায় অংশ নেন কথাসাহিত্যিক আনিসুল হক, কবি মুহম্মদ নুরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, ছড়াকার আনজীর লিটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, প্রকাশক আলমগীর সিকদার লোটন প্রমুখ। নাট্যজন মামুনুর রশিদ, প্রকাশক শ্যামল পালসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবীবুল্লাহ সিরাজী। তিনি ক্লোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পাকস্থলীর সমস্যার কারণে গত ২৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ২৭ এপ্রিল তাঁর অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।