আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার হতাহতের এই ঘটনা ঘটে। আফগান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে গত দুই দিনে তৃতীয়বারের মত হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।
কোনো সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী এখনো এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।