মোঃ আব্দুল হান্নান ক্রাইম রিপোর্টার

সিলেট হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার এলাকায় খোয়াই নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেসে গেছে প্রবল স্রোতে। নদীর পূর্বাঞ্চলের প্রায় ২০টি গ্রামের মানুষের নদী পারাপারের ভরসা ছিল ওই সাঁকো। সাঁকোটি ভেসে যাওয়ায় এখন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাতে প্রবল পাহাড়ি ঢলে ভেসে যায় সাঁকোটি।স্থানীয় বাসিন্দারা জানান, নালমুখ বাজার থেকে নদীর পশ্চিমাঞ্চলে যাওয়ার মাধ্যম ছিল খোয়াই নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি। পাহাড়ি ঢলে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে সাঁকোটি ভেসে যায়। প্রতিদিন নদীর পূর্বাঞ্চলের অসংখ্য মানুষ এই সাঁকো দিয়ে পশ্চিমাঞ্চলে আসা-যাওয়া করত। কিন্তু এখন নদী পারাপারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রবল স্রোতে নৌকায় যাতায়াত করতে হচ্ছে ২০টি গ্রামের বাসিন্দাকে।স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে উপজেলার পূর্বাঞ্চলের মানুষ নালমুখ বাজার এলাকায় খোয়াই নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে; কিন্তু তাদের সে দাবি পূরণ হয়নি আজও।