কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্ট রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এদিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ইউনাইটেড হাসপাতালের মেডিকেল বোর্ড আগামীকাল সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় জরুরি বৈঠক ডেকেছেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজিব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। রবিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে তিনি এ পোস্ট করেন।

পোস্টে মাশুক আলমগীর আরও জানান, রবিবার সন্ধ্যার পর ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে ভেন্টিলেশনে পাঠান।

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

এর আগে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর জানান, তার স্বামী করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তার উপসর্গ দেখা দেয়, পরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়।