সানাউল্লাহ, কাতার প্রতিনিধি।

আগষ্ট ২ তারিখ মধ্যাহ্ন থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা থেকে আগত যাত্রীদের মধ্যে যারা কাতার থেকে ভ্যাকসিন দুই ডোজ সম্পুর্ণ করেছেন অথবা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের জন্য ২ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

দুই দিন পর পিসিআর টেস্টে নেগেটিভ আসলে অতিরিক্ত হোটেল কোয়ারেন্টাইন লাগবেনা অন্যথায় ১৪ দিনের কোয়ারেন্টাইন লাগবে। কাতারে ভ্যাকসিন নেয় নাই বা কাতারে করোনা থেকে সুস্থ হয় নাই এমন সব যাত্রীদের জন্য (উপরে উল্লেখিত দেশ সমূহের) ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

উল্লেখ্য, বর্তমান ঘোষণা অনুযায়ী দেশের কোনো ভ্যাকসিন দিয়ে আসলেও কোয়ারেন্টাইন লাগবে।