মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে লকডাউনের ১৩ তম দিনে উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনির যৌথ অভিযানে সাস্থবিধি অমান্য করার দায়ে ১১টি মামলা ৬ হাজার ৮ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার ৪ আগষ্ট সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন হাট বাজার উপজেলা রসুল গন্জ বাজার ও মিলন গন্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস, অভিযানে সহযোগিতা করেন সেনা বাহিনীর একটি অভিযানিক দল।

লকডাউনে সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে, দোখান পাট খোলা রেখে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে, অমান্য কারি ব্যাক্তিদেরকে ১৮৬০এর১৮৮/২৬৯ ধারা ও সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন২০১৮ অনু যায়ি মোট ৬ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়, ১১টি মামলা দেওয়া হয়েছে।


এ বিষয়াদী নিশ্চিত করেছন নবীগন্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজেিষ্ট্রিট উত্তম কুমার দাস।