মোঃআব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
আগামীকাল ( শুক্রবার) থেকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নবাসী করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করতে পারবেন ফ্রীতে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ রেজিষ্ট্রেশন চলবে। পরদিন শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ ও রেজিষ্ট্রেশন একই সঙ্গে চলবে। আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশেষ সভা ডেকে বিষয়টি জানিয়ে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। তিনি জানান, আগামীকাল থেকে ৫জন উদ্যোক্তা পাঁচটি কম্পিউটারে এ রেজিষ্ট্রেশন করবেন। আগ্রহীরা জাতীয় পরিচয় পত্র সহ মাস্ক পরে এসে ফ্রীতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। সরকার নির্ধারিত বয়স সীমার যে কেউ এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ প্রয়োজনে ৭টার পরও রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, প্রইমারীস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক আরজু, প্রধান শিক্ষক ইউনুছ আকমাল, ইউপি সচিব মাসুদ আহমেদ, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী রকিবুল হাসান, ইমাম সমিতির সভাপতি মাওঃ আঃ হালিম হারুন, সাধারণ সম্পাদক মাওঃ আঃ হাই, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, আঃ হান্নান, স্বপন আহমেদ,আজিজুল হক নাসির , ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহীন আলম, সহ-সভাপতি কাউছার দেওয়ান।ইউ/পি সদশ্য আলহাজ্ব আঃ রউপ, ফরিদ আহম্মদ সহ ইউ/পি সদশ্য প্রমুখ।।