মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট

চুনারুঘাট বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজই হচ্ছে না। উল্টো ৩৩ কেভি (পাওয়ার স্টেশন) ডিফল্টের কথা শুনিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

জানা যায়, ভয়াবহ লোডশেডিং কখনো ৩ ঘন্টা, কখনো ৬ আবার কখনো কখনো ৯ ঘন্টাও স্থায়ী হয়। প্রচন্ড গরমে এই লোডশেডিং যেন চুনারুঘাটবাসীর নাভিশ্বাস ফেলছে। সাধারণদের অভিযোগ, সামান্য বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়।

এরপর ঘন্টার পর ঘন্টা৷ বিদ্যুৎ এর দেখাই নেই। বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও মিলেনা সাড়া৷ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন হটকারীতার তীব্র সমালোচনা করছেন সাধারণেরা।

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে পুরো অভিযোগ অস্বীকার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড় বা বৃষ্টিতে পাহাড়ী এলাকায় লাইন বিপর্যয় হয় বেশী৷ পাশাপাশি লাইন লোড নিয়েও মাঝে মাঝে সমস্যা হয়। সংকট কাটিয়ে উঠার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।