মোহাম্মদ আবুল হাশেম শান্ত, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স,বুড়িচং থানা বিভিন্ন সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় । এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। এতে আরও অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্না দাশ, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, এস,আই রাজীব কর,উপজেলা প্রকৌশলী জিহাদ আল তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী, বন কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন আহম্মদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ কবির হোসেন, একাডেমীক সুপার ভাইজার আরিফুল আজম, এফ ডাব্লিউ পি গেলাম সামদানী,অলি উল্লাহ,প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্হিত ছিলেন।