মুহাম্মদ খোরশেদ আলম ভূঁইয়া, ঢাকা।
গত দুই তিন দিন যাবত ছিল প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমের পর বৃষ্টিতে ঢাকার মানুষ কিছুটা হলেও রাতে স্বস্তি পেল। ঈদুল আযহা কে সামনে রেখে মানুষের প্রচণ্ড ব্যস্ততা। রাজধানী ঢাকায় ঈদ উল আযহা উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। ঈদের কেনাকাটা, তারপর নাড়ির টানে ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়া। যানজটের শহর ঢাকায় রাতে প্রচন্ড বৃষ্টির পর মানুষ স্বস্তি পেলেও, যানজটে পড়তে হয়েছে মানুষকে অনেক কষ্টের সম্মুখীন। একটু বৃষ্টিতে ঢাকার রাস্তা গুলো পানিতে ভরে যায়, এরপর শুরু হয় যানজট। ফলে মানুষকে পড়তে হয় যানজটের অস্বস্তিতে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, রাত ১১ টার পরও ঢাকার রাস্তায় প্রতিটি সিগন্যালে যানজট লেগে আছে। ঢাকার এই কর্মব্যস্ত শহরে কাজ শেষে রাতে মানুষ বাসায় ফিরবে কিন্ত প্রচন্ড এই যানজটের ফলে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। আমরা রাজধানীবাসী আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজধানী ঢাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে। যার মধ্যে ঢাকার রাস্তাঘাট, ফ্লাইওভার, ড্রেনেজ ব্যবস্থা, ঢাকার চতুর্দিকের খাল গুলো পুনঃখনন দ্রুত বাস্তবায়িত হবে এবং মেট্রো রেলের কাজ দ্রুত বাস্তবায়ন হবে। আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, যেন আমরা ড্রেনে বা নালাতে বাড়ির ছাদ থেকে বা জানালা দিয়ে বোতল এবং অন্যান্য জিনিস না ফেলি। ফলে ড্রেন বা নালা গুলো দিয়ে পানি অপসারণ হতে পারবে। এর ফলে রাস্তা ঘাটে পানি জমে থাকবে না। এই পানি ড্রেন বা নালা হয়ে খালে পতিত হবে। এর ফলে রাস্তায় কোনো পানি জমবে না। বৃষ্টির সময় যানজটে পড়ে অস্বস্তিতে থাকতে হবে না মানুষকে।