মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
কোভিট 19 করোনা ভাইরাস এর সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে টিকা দান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নে ০৭ আগষ্ট শনিবার, সকাল থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলতে থাকে।
শুকদেবপু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩ টি ভূত করে, সাস্থ সহকারী ৬ জন সি এইচ সি পি ৪ জন, সেচ্ছাসেবক ৯ জন,আহাম্মদাবাদ ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্বরত ASI আব্দুল রহিম,উপজেলা কৃষক লগী সভাপতি মুজিবুর রহমান, প্রবাসী যুবলীগ নেতা হারুন উর রশিদ রঙ্গু,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,আজিজুল হক নাসির, স্বপন আহম্মেদ, আব্দুল হান্নান, সহ প্রমুখ
উপস্থিত নেত্বিবৃন্দ টিকা গ্রহনকারী পুরুষ / মহিলা দেরকে সুশৃঙ্খলভাবে টিকা নিতে উৎসাহিত করেন প্রথমে ৬০০ লোকের মধ্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত থাকলে ও জনসার্থে চেয়ারম্যান এর সুপারিশক্রমে অতিরিক্ত ২০০ টিকা সহ তাৎক্ষণিক বরাদ্দ দেন উপজেলা প্রসাশন মোট ৮০০ পুরুষ /মহিলাকে টিকার আওতায় আনা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু।
টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোজাম্মেল হোসেন, আহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, আহাম্মদাবাদ ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু। পরিদর্শক উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান আগামী ১৪ ই আগষ্ট সকাল ৯ ঘটিকা থেকে একিই স্থানে কোভিট 19 ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণকারী লোকজন অনলাইনে আবেদন করে রাখার জন্য পরামর্শ দেন।