মোঃইব্রাহীম বাঘাইছড়ি, রাঙ্গামাটি,প্রতিনিধিঃ–
রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক এলাকার পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর এর বসতঘরের পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঐ এলাকার বেশকিছু বসত ঘর। মঙ্গলবার (১০ আগষ্ট) আনুমানিক রাত ১:৩০ মিনিটের দিকে বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন বুলু (৪৫) এর বসতঘরের পাশে একটি গরুকে খাওয়ানো খেড়ের পালাতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবে কিছু গাছপালা ও খেড়ের পালার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত খেড়ের পালার পাশে বেশ কিছু বসত ঘরবাড়ি ছিল, খেড়ের পালায় কিছু দুষ্কৃতকারী আগুন লাগিয়ে দেয় বলে ধারনা করা হচ্ছে। এবিষয়ে জয়নাল আবেদীন বুলু’র ছেলে সালাউদ্দিন হৃদয় বলেন ,আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে বের হই, তারপর আগুন আর ধোঁয়া দেখে চিৎকার করি, চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে,পরে সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ৯০ ভাগ পুড়ে যায়।
এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন বুলু জানান, বিগত কয়েকদিন যাবত এলাকার কিছু দুষ্কৃতকারী আমার ও আমার জানমালের ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিলো, আমি ধারণা করছি তারাই পরিকল্পিত ভাবে এসব কাজ করছে, এই ঘটনায় সাত হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে । উক্ত ঘটনার পর আমি বাঘাইছড়ি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করি। উক্ত ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর লিখিত অভিযোগ দায়ের করার পর বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায় নি।