বিনোদন প্রতিবেদক
সোমবার, ১৬ আগস্ট ২০২১ সম্পূর্ণ ভাড়া মওকুফ করে শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন খুলে দেয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১২ই আগস্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৯শে আগস্ট থেকে নিয়মিত সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন ৫০% আসন সংরক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার আবেদন করছি। দীর্ঘ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সংস্কৃতিকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যও বিশেষভাবে আবেদন করছি।
অনুষ্ঠান আয়োজন করার জন্য সাংস্কৃতিক সংগঠনকে প্রণোদনা দেয়ার আবেদনও জানানো হয়। এ ব্যাপারে কামাল বায়েজীদ গনমাধ্যমকে বলেন, ‘করোনার সময় যে দুর্যোগ গেল নাটকের প্রপস, কস্টিউম সব নষ্ট হয়ে গেছে। আমরা বলেছি হল খুলে দিতে এবং হল ভাড়াটা সম্পূর্ণ মওকুফ করতে।
অন্তত একটা বছর ভাড়া মওকুফ চাচ্ছি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘ফেডারেশনের দাবির সঙ্গে আমি একমত। আমি বলতে চাই আমরা যদি পর্যটনকেন্দ্র খুলে দিতে পারি, তাহলে নাটকের জন্য মিলনায়তন কেন খুলে দেয়া হবে না? অবশ্যই খুলে দেয়া উচিত।’