বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের (বিআরজেএফ) যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির এবং ডিইউজে সদস্য ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধন হয়েছে।
ভোলা সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ রাখার উচ্চ আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করার খবর প্রকাশ করায় ভোলার সন্ত্রাসী ও বালুদস্যু ও টেন্ডারবাজ জহুরুল ইসলাম নকীব কর্তৃক ভোলার সদর চিফ জুডিশিয়াল আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের সাবেক দফতর সম্পাদক আবু ইউসুফ, বিএফইউজের সদস্য শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, এস এম তাজুল ইসলাম, প্রদীপ কুমার পাল, এইচ এম আল-আমিন, কামাল হোসেন, সাগর চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।