মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট।

চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আমু চা বাগানের রাস্তা থেকে ঘনশ্যামপুর ও কালিশিরি গ্রামে যাওয়ার রাস্তাটি প্রায় ১৫০ গজ দৈর্ঘ্য পর্যন্ত ভরাট করা রাস্তাটি প্রায় ২ ফুট কেটে জমিনের সাথে মিলিয়ে গাছের চারা রোপন করে দিয়েছেন একই গ্রামের মৃত ছইব উল্লার পুত্র মোঃ রইছ উল্লা ।

রাস্তাটির অপর পাশে পশ্চিমের বাড়ির আব্দুল কাদির ভূইয়ার ঝারের বাশ রাস্তায় উপর প্রায় ২ ফুট চলে আসায় ঘনশ্যামপুর ও কালিশিরি গ্রামের মানুষ যানবাহন নিয়ে গ্রামে প্রবেশ করতে পারতেছেনা। এ নিয়ে ২ গ্রামের মানুষের মধ্যে ঘুর দেখ দিয়েছে। এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

গ্রামবাসী বলেছেন এ ব্যাপারে পক্ষ দয়ের সাথে আলোচনা করলে উনারা পাত্তা দিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাক্তি জানান মূলত কাদির ভূইয়ার ঝারের বাশ রাস্তায় উপর থেকে না সরানোর কারণে মৃত সইয়ব উল্লার পুত্র মোঃ রইছ উল্লা রাস্তা কেটে গাছের চারা লাগিয়ে রাস্তার মধ্যে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান কে অবগত করলে তিনি বলেন রেকর্ডয়ীয় রাস্তার মধ্যে কেহ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনঅত অপরাধী।