আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির যেসব কর্মকর্তা পালিয়ে গেছেন তাদের সবাইকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবানের ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকার কূটনীতিক, দূতাবাস ও ত্রাণসহায়তাকারী সংস্থাগুলোরও নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে। তারা একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা ও সব দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান তিনি।

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী বলেন, আমরা আফগান জনগণের প্রতি বিশাল দায়িত্ব ও পরীক্ষার মুখোমুখি হয়েছি। আফগানিস্তানের এ ঐতিহাসিক মুহূর্তের জন্য অর্থ ও জীবনের দিক থেকে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। আফগান জনগণের জন্য রক্তপাত, হত্যা ও অবজ্ঞার পালা শেষ হয়েছে এবং আমরা এজন্য চরম মূল্য দিয়েছি।

এ সময় তিনি গত দুই দশক পশ্চিমা বাহিনী ও তাদের সমর্থিত আফগান সরকারের জন্য কাজ করা নাগরিকদের নিঃশর্ত ক্ষমার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা।