সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ আরো একশিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী শরীফ মোড় এলাকায় যমুনা নদীথেকে ওই শিশুর ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াসিন (৬) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে। এদিয়ে মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার সন্ধায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগমের (৫০)  মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। এখনো  জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০)  এবং আব্দুস সাত্তার (৬০) নামে চারজন নিখোজ রয়েছেন। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,  এনায়তেপুর মাজার  দরবার শরীফের ২০২২ সালের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহকৃত  বাঁশ নৌকায় করে নদী পথে নিয়ে দরবারে আসছিলেন ভক্তরা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এনায়তপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসলে প্রবল স্রোতে নৌকা কাত হয়ে যায় এবং নৌকা থেকে বেশ কয়েকজন জাকের (ভক্ত) নদীতে পড়ে যায়।  অন্যান্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন  সাতজন। 

পরে এলাকার লোকজন গতকাল বৃহস্পতিবার সন্ধার দিকে তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে।  এরপর আজ শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী শরীফ মোড় এলাকায় নদীর তীরে শিশু ইয়াসিনের মরদেহ ভেসে উঠলে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় মরদেহ উদ্ধার করে। অন্যান্য নিঁখোজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।