বিরাট কোহলির সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও হারল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্বাভাবিক ভাবে চাপে কোহলি। এই বছর বিরাট কোহলি শেষ বারের মতো আইপিএলে অধিনায়কত্ব করছেন। নিজের অধরা স্বপ্ন কি এ বার পূরণ করতে পারবেন বিরাট?
এখনও আইপিএলের কোনও ট্রফি পাননি বিরাট কোহলি। না ক্রিকেটার হিসেবে, না অধিনায়ক হিসেবে। এ বারও কি সেই অধরা স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছেন কোহলি? যদিও এখনও পর্যন্ত প্রথম চারের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছে ব্যাঙ্গালোর। তবু পরপর দু’ম্যাচ হারার ফলে কিছুটা হলেও কোণঠাঁসা হয়ে পড়েছে বিরাট ব্রিগেড।
৬ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই
বিরাট কোহলি ব্রিগেডকে হারিয়ে ফের আইপিএল টেবলের শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। এ দিন টিম গেম খেলে জিতল চেন্নাই। পঞ্চম উইকেটে ধোনি-রায়না জুটির হাত ধরেই জয় পেল চেন্নাই। এ দিন ছয়ে নেমেও ফিনিশিং টাচ দিলেন ধোনি। ৯ বলে অপরাজিত ১১ রান করলেন তিনি। রায়না করেছেন ১০ বলে অপরাজিত ১৭ রান। ২ উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল। যুজবেন্দ্র চাহাল এবং ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।