ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলাধীন ৫নং ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় তলার ছাঁদের ঢালাইয়ের কাজ চলাকালীন সময় ঢালাই কাজে ব্যবহৃত ক্রেন ছিড়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈসা হাওলাদার (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন, সে স্থানীয় রাজপাশা গ্রামের আঃ সত্তার হাওলাদারের পুত্র এবং আমান উল্লাহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে, সন্ধ্যায় ডালাই শেষে লেবাররা নিচে কাজ করছিল এসময়ে হঠাৎ বিকট শব্দ হয়, সবাই এগিয়ে আসলে ঈসাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রাজপাশা নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম আমান উল্লাহ আমান জানান, সকাল আটটা থেকেই কাজ শুরু করার কথা থাকলেও মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হয়।

মাগরিবের নামাজ চলাকালীন এই ঘটনা ঘটেছে। শুনেছি যখন উপরে মেশিন খোলা হচ্ছিল তখন নিচে থাকা শ্রমিকদের বলা হয়নি। ঈসার বড় ভাই মনির হাওলাদার বলেন, করোনায় কলেজ বন্ধ থাকায় সে পড়ালেখার পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতো।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহ পোস্টমর্টেম এর জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।