চুনারুঘাট প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচঙ্গে শিশুদের ঝগড়া নিয়ে ভাই ভাতিজার দেশীয় অস্ত্র (পিকলের) আঘাতে প্রবাসী শাহাবুদ্দীন (৩২) নিহত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) উপজেলার যাত্রাপাশা গ্রামের এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইরফান উল্লার দুই ছেলে শাহাবুদ্দীন ও হারুন মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে শিশুদের ঝগড়া নিয়ে নিহত শাহাবুদ্দীনের বড় ভাই হারুন মিয়া ও তার ভাতিজা আনোয়ার হোসেন শাহাবুদ্দীনকে দেশীয় অস্ত্র (পিকল) দিয়ে বুকে আঘাত করে, পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, উপজেলার যাত্রা পাশা গ্রামে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃত্যুর ময়নাতদন্ত শেষে মৃত দেহ বাড়িতে নেয়া হয়েছে।