ডেক্স নিউজ

মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর সায়দাবাদ টার্মিনালে ঈদযাত্রা পর্যবেক্ষণে এসে তিনি এমনটি বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বৈরী আবহাওয়া ও পশুবাহী গাড়ির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ভোগান্তি হয়নি। কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এই পয়েন্টেই কেবল সমস্যা। সারা দেশে পরিস্থিতি ভালো ছিল। একটিমাত্র রুটের একটি অংশে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সে কারণে টার্মিনালেও খানিক দুর্ভোগ হয়েছে। টাঙ্গাইল অংশে দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দু:খিত।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন করার পরিকল্পনা চলছে। ঢাকা চট্টগ্রামে এবারের মতো স্বস্তিদায়ক যাত্রা আর হয়নি। যেখানে যানজট সেখানে হাইওয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রনে ব্যার্থ হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সারা দেশে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই যাত্রা করেছেন। ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সারা দেশের চিত্র ভালো। একটা পয়েন্টে সমস্যা হয়েছে। ঢাকা এলেঙ্গা চার লেনের রাস্তা দুই লেনে গিয়ে পড়ার কারণেই চাপ সৃষ্টি হয়েছে। এটা সাময়িক কষ্ট। রং সাইডেও অনেক গাড়ি চলে এসেছে।’