র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

https://youtu.be/sNTbBicX8ZE

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

গত ৩১ অক্টোবর ২০২১ তারিখ রাত আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ধামরাই থানাধীন যাদবপুর এলাকায় সিহান হোসেনকে কতিপয় দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে মোবাইলে কল করে একটি পরিত্যক্ত বাড়িতে আসতে বলে। উক্ত স্থানে পূর্বপরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা বাঁশের লাঠি, লোহার রড়, দা ছ্যানা, রামদা চাপাতী ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকেই অবস্থান করছিল। ভিকটিম সিহান তার সহযোগী আলমগীর ও রুবেল উক্ত বাড়িতে পৌছালে আসামীরা এলোপাথাড়ীভাবে বাশের লাঠি ও লোহার রড দিয়ে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ০১ নভেম্বর ২০২১ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় ভিকটিম সিহান মারা যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ধামরাই থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোয়েন্দা অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যার সাথে জড়িত কয়েকজন আসামী ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৩/১১/২০২১ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকায় ধামরাই থানাধীন বাইচাল এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে সিহান হত্যার সাথে জড়িত নিন্মোক্ত ০১ জন এজাহার নামীয় আসামী’কে গ্রেফতার করা হয়ঃ ক। মোঃ শরিফুল ইসলাম শরিফ (২৯), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রফতারকৃত আসামী উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম পূর্ব পরিচিত এবং লেবুর ব্যবসার সাথে জড়িত। ইউপি নির্বাচনে তারা পরস্পর প্রতিপক্ষের কর্মী হওয়ায় বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে ধামরাই থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে