মোঃ হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:

মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো:এরশাদ দৈনিক সোনালী খবরকে বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এখন মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশ ,RAB সহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে, কী কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।’

বস্তিতে অন্তত পাঁচ শতাধিক ঘর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাহাবুদ্দিন নামে এক ব্যক্তি বলেন, ‘ঈদের কারণে বস্তির বেশিরভাগ ভাড়াটিয়া ছিল না। সন্ধ্যার পর হঠাৎ বস্তিতে আগুন লাগে। ইতোমধ্যে বস্তির সব ঘর প্রায় পুড়ে গেছে। বস্তি ঘেঁষেই অনেকগুলো বহুতলা ভবন রয়েছে। কাছেই রূপনগর থানা। একটি দোতালা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, সে বিষয় এখনও কেউ নিশ্চিত হতে পারেননি।’

হাসান নামে একজন বস্তির বাসিন্দা বলেন, ‘বস্তির পশ্চিম পাশেই আমার বাসা। আমি আগুন-আগুন চিৎকার শুনে বাইরে বের হই। আমি চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু পারিনি। এমন আগুন আমি জীবনেও দেখিনি। ঘর থেকে কিছু বের করতে পারিনাই।