ঢাকা:

সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি শ্রীলঙ্কা চ্যাপ্টারের ১৫ সদস্যের কমিটি অনুমোদন করেছে।

সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি লাসান্থা ডি সিলভাকে
প্রেসিডেন্ট করে ১৫ সদস্যের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে রাহুল সামান্থা হেত্তিয়ারাচ্চি সহ-সভাপতি, প্রিয়ন ডি সিলভা সাধারণ সম্পাদক, রিফথি আলি সম্পাদক এবং লিও দর্শনা কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

সার্ক জার্নালিস্ট ফোরাম শ্রীলঙ্কা চ্যাপ্টারের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সজিথ রণসিংহে, রাশমিন্দা গুনারথনে, দর্শনা বান্দারা, চাথুরি মুনাসিংহে, সুমিথি থাঙ্গারাসা এবং অলোকা বান্দারা।

সেন্ট্রাল প্রেসিডেন্ট রাজু লামা, সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান এবং সার্ক সাংবাদিক ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার আমিলা বালাসুরিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের সফল মেয়াদ কামনা করেন।

বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ও জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানা নীলা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।