এন এ মুরাদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে ২২টি ইউনিয়নের ইউপি সদস্যদের
তিনদিন ব্যাপী অবহিতকরণ কর্মশালা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনীর সভাপতিত্বে কর্মশালার কোর্স সমন্বায়ক মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা।
এতে উপজেলা দপ্তরের সকল কর্মকর্তাগণ রিসোর্স পার্সনের দায়িত্ব থাকবেন ।
কর্মশালায় উপস্থিত ছিলেন ১ থেকে ৮ নং ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, ইউপি সচিব ও ইউপি সহকারীগন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ সদস্যদের কর্মক্ষেত্রে আরো উদ্যোমী, দক্ষ, করতে স্হানীয় সরকারের সকল কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়।