খন্দকার মোতাব্বির আহাম্মদ জনি, কুমিল্লা প্রতিনিধি:



কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেলতলী এলাকায় রিভার ভিউ গ্যাস ফিলিং ষ্টেশন নামের একটি প্রতিষ্ঠানে সোমবার বেলা সোয়া ১১ টায় একটি বাসে জ্বালানী গ্যাস নেওয়ার বিস্ফোরন হয়। এতে কমপক্ষে ৮ জন আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল ৫ টায় খোরশেদ (৩০) নামের এক কর্মচারীর মৃত্যু হয়।


স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেলতলী এলাকায় অবস্থিত রিভার ভিউ সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশনে সোমবার বেলা সোয়া ১১ টায় কুমিল্লা-ফেনী রুটে চলাচলকারী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহীবাস ( ঢাকা-জ-১১-০০১১) জ্বালানী সংগ্রহে যায়। বেলা ১১.২০ মিনিটে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফিলিং ষ্টেশনে কর্মরত খোরশেদসহ কমপক্ষে ৭/৮ জন যাত্রী আহত হয়। পথচারীসহ স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল ৫ টায় খোরশেদ মারা যায়। সে নগরীর ২২ নং ওয়ার্ড এর সফিকুর রহমানের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজের জরুরী বিভাগ সুত্র সেখানে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।