বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ষষ্ঠ দফায় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ২৫ মার্চ থেকে পরবর্তী ছয় মাসের জন্য তার সাজা স্থগিত থাকবে।

১৯ মার্চ জারি করা প্রজ্ঞাপনে খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমিত দেওয়া হলেও, দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হলে, পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে রাখা হয়। করোনার প্রকোপ দেখা দিলে পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করেন। এর পর ওই বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাড়িতে বসবাস করছেন খালেদা জিয়া।

এর মধ্যে অসুস্থতার জন্য তিনি কয়েক দফায় হাসপাতালেও ভর্তি ছিলেন। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার আগে থেকে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।