তবে লাইন আর লেংথ ঠিক রেখেছেন আগের মতোই। আজ মোহামেডানের বিপক্ষে সাফল্যও পেয়েছেন এ কারণেই।
কেমন সাফল্য, সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তাঁর আজকের বোলিং ফিগারটা দেখে নেওয়া যায়—৮.৪-৩-১৭-৫! বল হাতে যেমন ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। মাশরাফির এমন পারফরম্যান্সে মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে।
এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট ছিল ৪৪৭টি। এখন ৪৫২। আজকের ৫ উইকেটসহ এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন মাশরাফি।
কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারে মোহামেডানের রান টপকে জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।