ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ছেলেখেলা করছেন ডান-হাতি পেসার জসপ্রিত বুমরাহ। প্রথম টেস্টে একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিংসটনে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে বুমরাহর তোপের মুখে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের নবম ওভারে ব্রাভো, সামারাহ ও চেসকে আউট করেন তিনি। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরাহ। এর আগে হরভজন সিং ও ইরফান পাঠান টেস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

হনুমা বিহারির ১১১ রানে ভর করে বিশাল স্কোর করেছে ভারত প্রথম ইনিংসে। প্রথম টেস্টটিতে জিতেছিল ভারত। এখন এই টেস্ট বাঁচাতে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রান করতেই ৪ উইকেটের পতন হওয়ায় চাপে ক্যারিবীয়রা। 

হরভজন ২০০১ ও ইরফান খান ২০০৬ সালে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। বুমরাহও ইতিহাস হয়ে গেলেন।