উচ্চকণ্ঠ:

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। সীমান্তে প্রায়ই গোলাগুলির খবর পাওয়া গিয়েছিল। আর এবারো পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের লিপা ভ্যালির বিপরীতে পান্ডু এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পান্ডু এলাকায় পাকিস্তানি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা বাহিনী। ওই পোস্টগুলি থেকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন ভারতীয় গ্রামকে টার্গেট করছিল পাকিস্তান। পোস্টগুলিতে সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। এর আগে সোমবার সকাল থেকেই এই অপারেশন শুরু করে ভারতীয় জওয়ানরা।

আজাদ কাশ্মীরের বাসিন্দারা টুইটারে ওই এলাকার ছবি ও ভিডিও শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায়, গোলাগুলির ফলে সীমান্তের সব দোকান বন্ধ রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে বাজার। এলাকা থেকে সড়ে গেছে বাসিন্দারা। গোলাগুলির ফলে বাসা বাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি বাড়ির টিনের চালা উড়ে গেছে।