উচ্চকণ্ঠ:

হবিগঞ্জের বাহুবল উপজেলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বেঙ্গাডোবা নামকস্থানে ডাকাতের কবলে পড়েন তিনি ও তার পরিবার।

পুলিশ জানিয়েছে, ঢাকায় হেড কোয়ার্টার সার্কেলে এএসপিদের একটি মিটিং শেষ করে কর্মস্থলে ফিরছিলেন এএসপি পারভেজ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার পরিবারকে বহনকারী একটি মাইক্রোবাস বেঙ্গাডোবা নামকস্থানে পৌঁছালে একদল ডাকাত রাস্তার দুপাশে শিকল টেনে গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে এএসপির স্ত্রীর সোনার চেইন, আংটি, নগদ টাকা ও লাগেজ লুটে নেয়।

পুলিশ আরও জানিয়েছে, ডাকাতরা এএসপি পারভেজ, তার স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক হাসানকে মারধর করে। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে খালি লাগেজটি উদ্ধার করে। ওই লাগেজে এএসপির পুলিশের পোশাক ছিল বলে জানা গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরি উজ্জামান বিষয়টি নিশ্চিত করলেও এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি। এদিকে এএসপি পারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।