সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শফিকুল ইসলাম। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরেই ঢাকার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-কমিশনারদের (ডিসি) সঙ্গে বসেছিলাম। তাদের প্রয়োজনীয় ও কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।’
শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশি সেবা পেতে আর্থিক বিনিময় যাতে না দিতে হয়, সে বিষয়ে আমি অনেক কঠোর থাকব। কোনো থানায় কোনো ভিকটিম অথবা অপরাধের শিকার কোনো ব্যক্তি যদি দুর্ব্যবহারের শিকার হয়, তাহলে অন্যায় আচরণের জন্য আমাদের অফিসারদের রক্ষা করার চেষ্টা করব না।’
সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সে লক্ষ্যে পুলিশের সেবা উন্নত করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপকমিশনার সহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন শফিকুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪ তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শফিকুল ইসলাম। গত ১৩ সেপ্টেম্বর তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হন।
এর আগে গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়