আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির র্যালিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন ২৪ জন। এছাড়া আহত হয়েছেন আরো ৩১ জন। দেশটির পারওয়ান প্রদেশে আজ মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাদেশিক হাসপাতালের প্রধান ডক্টর আব্দুল কাশিম সানজিন জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, এই হামলায় আরো ৩১ জন আহত হয়েছেন।
এদিকে, প্রেসিডেন্টের মুখপাত্র হামিদ আজিজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ঘানি সেখানে ছিলেন। তবে তিনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।
সূত্র : দ্য ডন