ক্রীড়া প্রতিবেদক :
থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা আজ মাঠে নামছে শক্তিশালী জাপানের বিপক্ষে। ছেলেদের অনূর্ধ্ব-১৬ দলের সামনেও আজ বড় ম্যাচ, প্রতিপক্ষ কাতার। পার্থক্য হলো, মেয়েরা খেলছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর ছেলেরা খেলছে এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ। এশিয়াকে দুই জোনে ভাগ করে ২০০৮ থেকে নতুন ফরম্যাটে বাছাই শুরুর পর ছেলেরা আর এই আসরের মূল পর্ব খেলতে পারেনি। এবার সেই সুযোগ পেতে হলে কাতারের পাশাপাশি টপকাতে হবে ইয়েমেন ও ভুটানকে।
গ্রুপের সেরা দল সরাসরি খেলবে ২০২০ সালে বাহরাইনে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরে। ১১ গ্রুপের সেরা ৫ রানার্স-আপেরও সুযোগ থাকবে চূড়ান্ত আসরে খেলার। গতবার কাতারকে হারিয়ে বাংলাদেশ সেরা রানার্স-আপ হয়ে দরজা দিয়ে মূল আসরে ঢোকার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত তা আর হয়নি। এবারও কাতারের বিপক্ষে সেই জয়ের স্বাদ পাবে কি বাংলাদেশ ? যদিও খেলোয়াড়, কোচ সবই বদলে গেছে। একাডেমির ব্রিটিশ কোচ রবার্ট মার্টিন রাইলসের অধীনে কাতারের এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ।