রাজধানীর হাতিরঝিলে লেকের পানিতে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহের সন্ধান পাওয়া গেছে।
আজ শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে মরদেহটি ভেসে ওঠে।
মৃতদেহ পাওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
সকালেই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ মৃতদেহ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং গত ২-৩ দিন ধরে তা পানিতে ছিল বলে মনে করছেন ওসি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।