রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লেগে নার্সিং কলেজের এক ছাত্র নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের চালক ছিলেন না, সহকারী চালক (ফোরম্যান) বগিতে ইঞ্জিন লাগানোর সময় ব্রেক নিয়ন্ত্রণ করতে না পাড়ায় প্রচণ্ড বেগে বগিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, রেলওয়ে পুলিশ ফাঁড়ি  ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ সেভেন আপ মেইল ট্রেনটি সোয়া ৪টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে এসে ইঞ্জিন ঘুরিয়ে (সালটিং) বগিতে লাগানোর সময় প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। এ সময় ২১৩৯ নম্বর বগিটি ২১০৮ নম্বর বগির ভিতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এ সময়ে বগিতে থাকা যাত্রী গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের ছাত্র আপেল (২০) দুই বগির মাঝে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ড্রিল মেশিন দিয়ে বগি কেটে আপেলের লাশ উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নিয়ে আসে।

দুর্ঘটনায় আহতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধুতিচড়া গ্রামের খোদেজা বেগম (৫২), গাইবান্ধা কঞ্চিপাড়া গ্রামের ইয়াছিন আলি (৬), গাইবান্ধা কঞ্চিপাড়া গ্রামের লেমন মিয়া (২১), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধুতিচড়া গ্রামের সাথি বেগম (২৬), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আখি বেগম (২৪), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনপাড়া গ্রামের রুমি বেগম (২৭), সুন্দরগঞ্জ উপজেলার কর্তিমারী গ্রামের মনোয়ারা (৩৮), গাইবান্ধার নলডাঙ্গা গ্রামের আছিয়া বেগম (৩৭), গাইবান্ধা শিশাপাট গ্রামের উষারানী (৩৯), গাইবান্ধা কামারজানি গ্রামের সোহরাব আলী (৪৩), গাইবান্ধার এসডিএফ এনজিও কর্মী বদরগঞ্জ উপজেলার মিজানুর রহমান (৪০), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার লক্ষিপুর গ্রামের ভবেশ চন্দ্র (৫৫), ঠাকুরগাও বালিয়াডাঙ্গি উপজেলার মানিক চন্দ্র (২৯), কাউনিয়া উপজেলার হয়বতখাঁ গ্রামের আবদুর রশিদ (৫৩), তার স্ত্রী কোহিনুর বেগম (৪২), কাউনিয়া উপজেলার নাজিরদহ নয়াটারী গ্রামের রফিকুল ইসলাম (৩৭), কাউনিয়ার রেল কর্মী আবদুর রহিম (৪৫), রংপুর খামারবাড়ী চুড়ি পট্টি গ্রামের জুলেখা (৫৭)।

আহতদের প্রথমে কাউনিয়া হাসপাতালে এবং পরে রংপুর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মোছা. উলফৎ আরা বেগম, সহকারী কমিমনার ভূমি জেসমিন নাহার, লালমনির হাট রেলওয়ে ডাক্তার আনিছুল হক, কাউনিয়া থানা পলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান, ফায়ার সার্ভিস রংপুর শাখার ডিএডি সামসুজ্জোহা, কাউনিয়া ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহয়াতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানোর ব্যাবস্থা করান।

ইঞ্জিনে থাকা আহত সিগনাল ম্যান রেলকর্মী আবদুর রহিম বলেন, ইঞ্জিনের চালক ছিলেন না, সহকারী চালক (ফোরম্যান) বগিতে ইঞ্জিন লাগানোর সময় ব্রেক নিয়ন্ত্রণ করতে না পাড়ায় প্রচণ্ড বেগে বগিতে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি নজরুল ইসলাম জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে করে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কাউনিয়ার সঙ্গে সারা দেশের প্রায় ১ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

স্টেশন মাস্টার আবদুর রশিদ জানান, ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে বগিতে লানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।