মোহাম্মদ হাসনাইন হ্যাটট্রিক করেছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসে দারুণ অর্জন। অবশ্য বৃথা গেছে এমন অবিশ্বাস্য কীর্তি। টি-টোয়েন্টিতে ১৯ বছর বয়সী এই পেসার সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। শ্রীলংকা প্রথম ব্যাট করে ১৬৫ রান তুলেছিল। লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে অলআউট হয়েছে। নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা সমান ৩টি করে উইকেট নিয়েছেন। 

করাচিতে ওয়ানডে সিরিজ পাকিস্তান ২-০ তে জিতে নেয়। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। করাচিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। শ্রীলংকানদের শুরুটা ভাল হয়েছে। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকা প্রথমে ব্যাট নেয়। গুনাথিলাকা ৫৭, ফার্নান্দো ৩৩ ও রাজাপাকসে ৩২ রান করেন। ৫ উইকেটে ১৬৫ রান শ্রীলংকার। হাসনাইন ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে পাকিস্তান ১৭.৪ ওভারে অলআউট হয়। পাকিস্তানের সর্বোচ্চ ২৫ রান ইফতেখারের। ৭ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে ।