ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে ‘টর্চার সেল’ এর অভিযোগের সত্যতা যাচাই করে এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু’র প্রতিনিধি পাঠিয়ে দ্রুততম সময়ের মধ্যে হলগুলোতে টর্চার সেল সংক্রান্ত তথ্য যাচাই করবেন তিনি।

তবে টর্চার সেল বন্ধে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি।

বিজ্ঞপ্তি বলা হয়, ‘ঢাবির কোনো হলের টর্চার সেলের সংবাদ প্রচার হলে তার ভিত্তি যাচাই ও ছাত্র নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর প্রতিনিধিদল ওই হলে যাবে। ওই প্রতিনিধিদলের কাছে সমস্যা জানাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।’

উল্লেখ্য, ২০১৮ সালে ৩১ জুলাই গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটির ১ বছর না পেরোতেই গত ১৪ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে পদ হারান রাব্বানী।