জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর (সোমবার) থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে তিনি বলেন,‘প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ভাইভা আগামী ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তারিখে অনুষ্ঠিত হবে। ইউনিট ও পজিশনভিত্তিক কার কোনদিন ভাইভা হবে সবকিছুর বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে।
এছাড়া ‘এ’ এবং ‘ডি’ ইউনিটে আসন সংখ্যার ১০ গুন পর্যন্ত এবং বাকি ইউনিটগুলোতে আসন সংখ্যার ৫ গুন সিরিয়াল বা পজিশন পর্যন্ত ভাইভায় ডাকার প্রাথমিক সিন্ধান্ত হয়েছে। যাদের ভাইভায় ডাকা হবে শুধু তাদেরকে ভাইভার ঠিক কয়েকদিন আগে ওয়েবসাইটে সাবজেক্ট চয়েস দিতে হবে”।