ইমাম-খতিবদের অধিকার সুসংহত করতে আগামী ১৯ অক্টোবর শনিবার জাতীয় ইমাম সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় ইমাম সমাজ। রাজধানীর চকবাজারে প্রথমবারের মতো এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দাবি করেন আয়োজকরা। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বুধবার জাতীয় ইমাম সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন প্রমুখ। 

বক্তারা বলেন, নিজেদের অধিকার সুসংহত করতে ইমাম-খতিব সমাজকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ প্রাচীর গড়ে তুলতে হবে।
সভায় সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মীর মো. শোয়াইব আনছারী, মাওলানা আতাউর রহমান আতিকি ও মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।